৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি 1

adminguru
By -
0
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি 
৩৮তম বিসিএস প্রিলি
৩৮তম বিসিএস প্রিলি

১।একতারা তুই দেশের কথা বলরে এবার বল- গানটির গীতিকার কে? 
= গাজী মাযহারুল আনোয়ার 
২।স্বাধীন বাংলা বেতারের জনপ্রিয় দুটি অনুষ্ঠান কী কী? 
= চরমপত্র, জল্লাদের দরবারে

৩.স্বাধীন বাংলা বেতারের প্রথম কথিকা পাঠ করেন কে? 
= বেলাল আহমেদ 

৪।স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত দুটি নাটকের নাম কী? 
= মৃত্যুহীন পথ, মুক্তির ডায়েরি

৫।মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি প্রথম চলচিত্রের নাম কী? 
= জয় বাংলাদেশ ( পরিচালক - আইএস জোহর, হিন্দি ভাষায়) 

৬।স্বাধীন বাংলা ফুটবল দল ভারতে কতটি প্রদর্শনী ম্যাচ খেলে? 
= ১৬টি

৭। TIT Policy কী? 
=১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাক- ভারত যুদ্ধ শুরু হয়ে গেলে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পাকিস্তানকে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য পররাষ্ট্র উপদেষ্টা হেনরি কিসিন্জারকে নির্দেশ দিয়েছিলেন , যা TIT Policy নামে পরিচিত । 

৮।১৯৭১ সালে বঙ্গোপসাগরে আসা মার্কিন সপ্তম নৌবহরের পারমানবিক জাহাজটির নাম কী ছিল? 
= ইউএস এন্টারপ্রাইস 

৯।মুজিব সরকার কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেছিল? 
= ২৫ বিঘা 

১০।১৯৭০ সালের জাতীয় নির্বাচনের জাতীয় পরিষদে আওয়ামী লীগ শতকরা কত % ভোট পায়? 
= ৭৫.১০%



COLLECTED 







Your Jobs partner Jobcirculars . JobCIRCULARS The site regularly updates Job Information.The vision of the company is to try provide jobs information and study tools share with others. We believe that share is the way to learning with each others. Fb: https://www.facebook.com/jobcirculars/ email: jobcircularsbd@gmail.com.

Tags:

Post a Comment

0Comments

Plz share ur opinion

Post a Comment (0)