আর্বোভাইরাস চিকুনগুনিয়া ও সাবধানতা - Chikungunya

adminguru
By -
0
আর্বোভাইরাস চিকুনগুনিয়া ও সাবধানতাঃ
Chikungunya
Chikungunya 


চিকুনগুনিয়া (Chikungunya) হচ্ছে মশাবাহিত ভাইরাসজনিত একটি রোগ। এই ভাইরাস শরীরে প্রবেশের দুই থেকে চার দিনের মধ্যে আকস্মিক জ্বর শুরু হয় এবং এর সাথে অস্থিসন্ধিতে ব্যথা থাকে যা কয়েক সপ্তাহ, মাস বা বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। কখনও কখনও জ্বর ১০৪ থেকে ১০৫ ডিগ্রিও হতে পারে। প্রচণ্ড ব্যথা শরীর অবশ করে দেয়। শরীরের প্রতিটি জয়েন্ট (গিঁট) ও মাসলে (মাংসপেশী) ব্যথা হয়। একটু পরপরই তৃষ্ণা পায়, প্রচণ্ড তৃষ্ণা। ফুসকুড়ি রোগের শুরুতেই দেখা দিতে পারে তবে অনেক সময় রোগ শুরু হওয়ার দুই থেকে তিন দিন পর জ্বর কমতে শুরু করলে ফুসকুড়ির আবির্ভাব হয়।

এ রোগে আক্রান্ত রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে এবং প্রচুর পানি বা অন্যান্য তরল খেতে দিতে হবে। জ্বরের জন্য সাধারন প্যারাসিটামল জাতীয় ওষুধই যথেষ্ট।
এই রোগের বিরুদ্ধে কার্যকরী অনুমোদিত কোনো টিকা নেই। মশা নিয়ন্ত্রণ ও ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমানো, লম্বা হাতাযুক্ত জামা ও ট্রাউজার পরে থাকা, বাড়ির আশেপাশে পানি জমতে না দেয়া ইত্যাদি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। শুধু স্ত্রী মশা দিনের বেলা কামড়ায়। এরা একবারে একের অধিক ব্যক্তিকে কামড়াতে পছন্দ করে। একবার রক্ত খাওয়া শেষে ডিম পাড়ার পূর্বে তিন দিনের বিশ্রামের প্রয়োজন হয়। এদের ডিমগুলো পানিতে এক বছর পর্যন্ত বাঁচতে পারে। অল্প পরিমাণ জমে থাকা পানিও ডিম 
পরিস্ফুটনের জন্য যথেষ্ট। এডিস মশা স্থির পানিতে ডিম পাড়ে তাই বালতি, ফুলের টব, গাড়ির টায়ার প্রভৃতি স্থানে যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
নোটঃ আমাদের আশেপাশে অনেকের চিকুনগুনিয়ায় সংক্রমিত হবার কথা শুনে সমবেদনা জানাচ্ছি এবং সেই সাথে নিজের বেশি বেশি খেয়াল রাখবেন আশাকরি।


বিস্তারিতঃ এই লিংকে 











Your Jobs partner Jobcirculars . JobCIRCULARS
The site regularly updates Job Information.The vision of the company is to try provide jobs information and study tools share with others. We believe that share is the way to learning with each others. Fb: https://www.facebook.com/jobcirculars/ email: jobcircularsbd@gmail.com.
loading...
--------

Post a Comment

0Comments

Plz share ur opinion

Post a Comment (0)